Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২ মে, ২০১৭: 37বিভিন্ন দাবি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চিলাহাটিতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের ব্যানারে র‌্যালী বের হয়। চিলাহাটির কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী অটো সমিতি এবং ফেডারেশন এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে আরিফুর রহমান জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার আ’লীগ সভাপতি আজাদুল হক প্রামানীক,সাধাঃসম্পাদক হাফিজুর ইসলাম বকুল,সাংগঠনিক সম্পাদক আল-হেলাল,যুবলীগ সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল,অটো মালিক সমিতির সভাপতি হাকিমুল ইসলাম বসুনীয়া ও অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন ফেডারেশন এর সাধাঃসম্পাদক লুৎফর রহমান লিটু। অন্যদিকে চিলাহাটি নিমার্ণ ও রিক্সা-ভ্যান শ্রমিক,শ্রমিক ইউনিয়ন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, মোটরসাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, হোটেল কর্মচারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি আলোচনা সভা, দোয়া-মোনাজাত, শ্রমিক ভোজসহ নানা আয়োজনে দিবসটি পালন করছে।