Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭: 10সেই নিয়তিতেই বাধা পড়তে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের কাছে হেরে অ্যাটলেটিকোর চ্যাম্পিয়নস লিগ-স্বপ্ন শেষ হওয়ার যে ধারাটা চলে আসছে, তা থেকে এ বছরও বোধ হয় বের হওয়া হচ্ছে না ডিয়েগো সিমিওনের দলের। ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত এক হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগ সেমির প্রথম লেগে অ্যাটলেটিকোকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের পথে জিদানের রিয়াল মাদ্রিদ।

ম্যাচের নবম মিনিটে রোনালদোর দুর্দান্ত এক হেড এগিয়ে দিয়েছিল রিয়ালকে। ৭৩ মিনিটে বক্সের মাথা থেকে দুর্দান্ত এক শটে দ্বিতীয় গোল করে অ্যাটলেটিকোকে ম্যাচ থেকে ছিটকেই দিয়েছিলেন পর্তুগিজ তারকা। ৮৫ মিনিটে এই নিজের হ্যাটট্রিক পূর্ণ করে রিয়ালকে নিয়ে যান আরও একটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথে। প্রথম লেগে নিজেদের মাঠে এই দুর্দান্ত জয় ভিসেন্তে ক্যালদেরনের দ্বিতীয় লেগটাকে পরিণত করল নিতান্ত এক আনুষ্ঠানিকতায়। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এখনো পর্যন্ত দুই গোলে পিছিয়ে পড়ার ঘাটতিই পূরণ করতে পারেনি কোনো দল।

নিজেদের মাঠে প্রায় অসম্ভবকে সম্ভব করেই ফাইনালে খেলার স্বপ্নটা দেখতে হবে অ্যাটলেটিকোকে। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন ম্যাচে আট গোল করলেন রোনালদো। দশদিন আগে স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ব্যক্তিগত ব্যর্থতাকে দারুণভাবেই পেছনে ফেললেন এই তারকা।