খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার প্রায় ৩ শতাধিক গ্রামের মধ্যে অন্তত অর্ধশতাধিক গ্রামে ইদানীং কালে হঠাৎ করে অসামাজিক কাজ বেড়েই চলেছে। ঘটনার স্থান গুলোর আশেপাশের সচেতনমহলের অভিযোগ ও বিভিন্ন গ্রামে গিয়ে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার সাতবাড়ীয়া, মান্দ্রা, কেন্দ্রা ও জোড়পুকুরিয়া, তুলাপুকুরিয়া, ফতেহপুর, তৈতৈয়া, শামীরখিলসহ আশেপাশের কয়েকটি গ্রামে পতিতাবৃত্তি, ইয়াবা, মোবাইল ছিনতাই, ফেনসিডিল, নেশাখোরদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। গ্রামগুলোর উপর দিয়ে নাঙ্গলকোট, লাকসাম, চৌদ্দগ্রাম যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় সন্ধ্যা নামলেই ভয় ও আতংকে মানুষজন বের হতে পারে না। অভিভাবকদের এতে করে সামাজিকভাবে কাজকর্ম সম্পাদনেও ব্যাঘাত ঘটছে। জানা গেছে, উপরের উল্লেখিত গ্রামগুলোতে দিন-রাত ইভটিজিং হচ্ছে সীমার বাইরে। এতে করে নারী পুরুষ ও মহিলারা গ্রামগুলোর প্রতি বিরক্ত। গ্রামের হাইস্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের হাতের নাগালে পাচ্ছেন কম দামে নেশাজাতীয় দ্রব্য। তাছাড়া সবার হাতে নেট, মোবাইল তো আছেই। যার ফলে শিশু কৈশোররাসহ কিছু উঠতি যুবকের পাল্লায় পড়ে অন্যরাও বিপদগামী হচ্ছে। বিষয়টির গভীরভাবে বিবেচনা করতে এলাকাবাসী উপজেলা প্রশাসনসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
রিপোর্টারঃ নিশাত