Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭:  37পঞ্চগড়ের আটোয়ারীতে রাজস্ব খাতের অর্থায়নে এবং উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের আয়োজনে রবি ২০১৬ -১৭ মৌসুমে নতুন জাত ও প্রযুক্তি স¤প্রসারনে স্থাপিত সুপার সাইন ২৭৬০ জাতের ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের সুপার সাইন ২৭৬০ নতুন জাতের ভুট্টা আবাদের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবু হোসেন ও ধামোর ইউপি চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম দুলাল। মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল। কৃষকদের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় কৃষক আব্দুস সালাম ও আবুল হোসেন। প্রধান অতিথি অমল কৃষ্ণ মন্ডল তাঁর বক্তব্যে বলেন, দেশকে খাদ্যে সয়ংসম্পুর্ণ করতে কৃষকের বিকল্প নেই। তিনি এলাকার কৃষকদের উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। তিনি মাদক, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডকে প্রতিরোধ করার আহবান জানান। মাঠ দিবসে উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এলাকার কৃষক-কৃষাণী সহ ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন