খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীন সাংবাদিক শামসুদ্দিন আহমেদ আর নেই। তিনি আজ সোমবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
শামসুদ্দিন আহমেদ তার বর্ণাঢ্য কর্মজীবনে বার্তা সংস্থা ইউএনবি, এনা, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ইনডিপেনডেন্ট, টেলিগ্রাফ ও রেডিও পাকিস্তানসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। আজ বাদ মাগরিব রাজধানীর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাতীয় ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী এক শোকবার্তায় শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তারা বলেছেন, শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারালো। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
আজ বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবে শামসুদ্দিন আহমেদের নামাজে জানাজা হবে।