খােলা বাজার২৪।। বুধবার, ১০ মে, ২০১৭: ‘আসল’ বিএনপির উদ্যোক্তা কামরুল হাসান নাসিম আগামী ১৭ মে রাজধানীর তিন থানায় হরতাল আহ্বান করেছেন। তিনি জানিয়েছেন পল্টন, মতিঝিল এবং শাহবাগ থানায় ১৭ মে ভোর ৬টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত এই হরতাল কর্মসূচী চলবে।
বুধবার দুপুরে এক লাইভ ভিডিও বার্তায় আসল বিএনপির উদ্যোক্তা দাবিদার কামরুল হাসান নাসিম এই কর্মসূচির ঘোষণা করেন। তিনি জানান, বিএনপি পুনর্গঠনের উদ্যোগে ঘোষিত দলীয় বিপ্লবের শেষ মহড়ার অংশ হিসাবে এই হরতালদেওয়া হয়েছে। কামরুল হাসান নাসিম বলেন, আগামী ১৭ মে একটি উল্লেখযোগ্য দিন। কারণ ওই সময়ের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বের পুনর্গঠন করার নিশ্চয়তা না পাওয়া গেলে অর্থাৎ দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আলামত না দেখা দিলে এবং পাঁচটি অসুখ সারানোর উদ্যোগ ব্যাহত হলে হরতাল জোরেসোরে পালন করা হবে। সেদিনই দলীয় বিপ্লবর শেষ মহড়া।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারী প্রথমবারের মতো বিএনপি পুনর্গঠনের ডাক দেন নাসিম। তিনি বিএনপিতে পাঁচটি অসুখ হয়েছে বলে উল্লেখ করেন। পাঁচটি অসুখ সাড়ানোর মিশন নিয়ে নানান কর্মসূচী পালন করেন নাসিম। এক পর্যায়ে ২০১৫ সালের ২৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত বসান।
সেই প্রতীকী আদালতে তিনি ছিলেন বাদীর ভূমিকায়। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের ২ জানুয়ারী, ১৭ জানুয়ারী, ১৭ মে এবং ৫ সেপ্টেম্বও মোট চারবার দলীয় বিপ্লবের মহড়া চালান কামরুল হাসান নাসিমের অনুসারীরা।