Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১০ মে, ২০১৭:58কয়েকদিন আগে ইএসপিএন ক্রিকইনফোকে ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন প্রতিনিধি বলেছিলেন, বাংলাদেশ সফর এখনও অনিশ্চিত। তার কিছুদিন আগে খোদ অজি বোর্ড প্রধান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে সফর সম্পর্কে নিশ্চিত করেছিলেন। সস্ত্রীক বাংলাদেশে আসার কথাও বলেছিলেন। এরপরও বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার টালবাহানা চলছেই। এখন বলা হচ্ছে, সবকিছুই ঠিক আছে; তবে সফর সূচি ও নিরাপত্তা নিয়ে টুকিটাকি কাজ বাকী!

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের বক্তব্য প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, “এই সফর চূড়ান্ত হয়ে আছে। কেবল নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপনা ও সময়সূচি নির্ধারণ করার কাজ চলছে। আমি খুবই আনন্দিত যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে কেবল ছোটখাটো বিষয়ই চূড়ান্ত করা বাকি। আমরা এখন কেবল খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ”

অস্ট্রেলিয়ার এই সফর ২০১৫ সালের অক্টোবরেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় নিরাপত্তার কারণ দেখিয়ে সফর স্থগিত করে সিএ। পরের বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা। গত বছর ইংল্যান্ড এসে বাংলাদেশে ঘুরে যাওয়ার পর তারা আবারও আগ্রহ দেখায়। কিন্তু তাদের মাথা থেকে এখনও নিরাপত্তার ভুত দূর হয়নি।

সাক্ষাতকারে সাদারল্যান্ড বলেছেন, “আমরা নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। এখনো পর্যন্ত আমাদের অভিজ্ঞতা ইতিবাচক। তবে নিরাপত্তা বিষয়ক কিছু ব্যাপার এখনও চূড়ান্ত করা বাকি। যখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা বিষয়ক ব্যাপার-স্যাপার ও সূচি চূড়ান্ত করবে তখনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।