Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18341784_1049431188491096_3417806278543686217_nখােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১১ মে, ২০১৭:  পিরোজপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এম ডি বদিউজ্জামান শেখ রুবেলের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  পিরোজপুর জেলা বিএনপি এবং জেলা ছাত্রদল।
এক বিবৃতিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগির বলেন, চোরা গুপ্তা হামলা করে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদেরকে দমিয়ে রাখা যাবে না। তিনি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম খাঁন, লিয়াকত আলী শেখ বাদশা, এড,কালাম আকন, এলিজা জামান, এড, সাব্বির, শহিদুল্লাহ  ইসলাম সহি এবং ব্যারিস্টার সরোয়ার হোসেন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম সাইদ, সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু,ইমরুল কায়েস, পরাগ নুর, এস এ রিজভী,  মোঃ রাজিব শেখ সাদ্দাম,শুভ হাওলাদার বিবৃতিতে তারা অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।