খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১১ মে, ২০১৭: জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান এবং সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু আজ এক বিবৃতিতে বলেন, সারাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের উপরে আওয়ামীলীগের সন্ত্রাসীরা চোরা গুপ্তা হামলা করে নেতা কর্মীদের খুন ও গুম করছে। এরই দারাবাহিকতায় পিরোজপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম ডি বদিউজ্জামান শেখ রুবেলের উপর এই সন্ত্রাসী হামলা।
চোরা গুপ্তা হামলা করে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদেরকে দমিয়ে রাখা যাবেনা। তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানিয়ে বলেন, অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের গ্রেফতার করাহোক।