খােলা বাজার২৪।। শুক্রবার , ১২ মে, ২০১৭: প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ডাঃ আবুল কালাম বলেছেন, খাদ্য সহায়তা দিয়ে থাকে ত্রাণ মন্ত্রণালয় । সরকারিভাবে আরও গো-খাদ্য যাতে দেয়া যায় সে প্রক্রিয়া চলছে।
শুক্রবার বিকেল ৩ টায় সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চত্তরে কৃষকদের মধ্যে গো-খাদ্যের ত্রান বিতরনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বন্যা দুর্গত কৃষকদের মধ্যে গো-খাদ্যের বস্থা তুলে দেন।
বিপিসিসিআই নামক একটি সংগঠনের গো-খাদ্য সামগ্রি সরবরাহকৃত ত্রান বিতরনী অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপ-পরিচালক ডাঃ মোঃ গিয়াস উদ্দিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম,আবু আল মুনসুর, প্রকল্প পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাণি সম্পদ অধিদপ্তর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন।
জেলা কৃত্তিম প্রজনন কেন্দ্রের সহকারি পরিচালক(এ.পি) ডাঃ শফিউল আহাদ সরদার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তপন কান্তি পাল, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুুদ প্রমুখ। প্রাণিসম্পদ অধিদপ্তর জেলার ১১টি উপজেলায় পর্যায়ক্রমে ২০ টন গো-খাদ্য ত্রান বিতরন করবে।