Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১৩ মে, ২০১৭: নড়াইল সদরের কোমখালী গ্রামে জিল্লুর শেখ (৪২) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নড়াইল সদরের সিঙ্গিয়া কবরস্থান এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জিল্লুর কোমখালী গ্রামের ভোলাই শেখের ছেলে।

নিহত জিল্লুর শেখের পারিবারিক সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন জিল্লুকে হত্যা করেছে। জিল্লুর শেখের সহযোগি তরিকুল ইসলামকেও কুপিয়ে আহত করা হয়। আহত তরিকুল ইসলাম জানান, নড়াইল শহর থেকে কাজ শেষে শুক্রবার রাতে জিল্লুরসহ তারা তিনজন মোটরসাইকেলযোগে মাগুরা জেলার শালিখা উপজেলার গজনগর গ্রামের আজবাহারের বাড়িতে অনুষ্ঠানের দাওয়াত খেতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার পথিমধ্যে তাদের অপর সঙ্গী সাজ্জাদকে সিঙ্গিয়া গ্রামে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে তারা (জিল্লুর ও তরিকুল) কোমখালীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত ৩টার দিকে সিঙ্গিয়া কবরস্থান এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলের গতিরোধ করে তাদের বেপরোয়াভাবে কুপিয়ে জখম করে।

এ সময় জিল্লুর নিহত এবং তরিকুল আহত হন। সদর থানার এসআই শেখর চন্দ্র মল্লিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।