Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35kখােলা বাজার২৪।। শনিবার , ১৩ মে, ২০১৭: থাইরয়েড গ্রন্থিকে অন্তক্ষরা গ্রন্থি বলা হয়। গলার মাঝখানে এডামস অ্যাপেলের নিচে প্রজাপতির মতো এটি বিনস্ত থাকে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিসৃত হয়। এই থাইরয়েড হরমোনের নি:সরণ বেড়ে বা কমে গেলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। হাইপার থাইরয়েডিসম, হাইপোথাইরয়েডিসম, থাইরয়েড টিউমার, ক্যান্সার ইত্যাদি সমস্যা থাইরয়েড গ্রন্থিতে হতে পারে।

থাইরয়েড গ্রন্থিতে কোনো সমস্যা হলে কিছু লক্ষণ দেখা যায়। যেমন- সব সময় ক্লান্তি বোধ করা, সহ্য শক্তি কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, বিষণ্নতা, গলার স্বর পরিবর্তন হওয়া, হঠাত্ করে ওজনের তারতম্য, কখনো খুব গরম বা ঠাণ্ডা অনুভূত হওয়া, চুল পড়া, ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়া, পেশি ও হাড়ে ব্যথা হওয়া, মহিলাদের ঋতুস্রাবে সমস্যা ইত্যাদি লক্ষণ দেখা যায়।

তবে লক্ষণ থেকে শুধু মাত্র থাইরয়েডের সমস্যা হতে পারে তা অনুমান করা সম্ভব। কিন্তু থাইরয়েড গ্রন্থির কি ধরনের সমস্যা হয়েছে তা বের করার জন্য চিকিত্সকের পরমার্শ অনুযায়ী যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে এবং সেই অনুযায়ী চিকিত্সা নিতে হবে।