Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নিকটবর্তী নর্দার্ন স্টেট পার্কওয়েতে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার ভোর ৫টায় তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে নিউ ইয়র্কের টহল পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- রায়হান ইসলাম (২৮), মো. ডি আলম (৬১) ওআতাউর রহমান দুলাল (৩৪)।

এ ঘটনায় গুরুতর আহত এ. মোল্লাকে (৩৬) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। তারা সবাই গাড়িতে করে কর্মস্থল লং আইল্যান্ডে যাচ্ছিলেন।

রায়হান গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।