খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭:আজ রোববার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচীতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ অবস্থান গ্রহণ করেছেন। সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মোকারম হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ১৭ই মে আন্তঃমন্ত্রনালয় বৈঠকে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করেছেন এবং গত ২০১৬ সালের ২৩ শে নভেম্বর একটি পরিপত্র জারি করেন। কিন্তু আমরা সারাদেশে প্রায় ১৩৩৩ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছি যারা ১৮/১৯ বছর ধরে কোন প্রকার বেতন ভাতা পাই না। সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক বার যোগাযোগ করেও কোন নির্দেশনা পাই নাই। শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না করেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করেন অপর দিকে গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের বেতন প্রদানের ব্যবস্থাগ্রহণ না করেই প্রায় (১৫০০) শত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত চালু করেছেন। অথচ আমরা ১৮/১৯ বছর যাবৎ ষষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান করে আসছি কিন্তু কোন প্রকার বেতন ভাতা পাচ্ছি না। ইতিপূর্বে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য কয়েকবার সাংবাদিক সম্মেলনসহ মানববন্ধন এবং সর্বশেষ ২৫শে এপ্রিল জেলায়-জেলায় মানব বন্ধন শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবর স্বারক লিপি প্রেরণ করেছি । কিন্তু সরকারের পক্ষ থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় আমরা অবস্থান কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছি। আমরা আশা করছি আজকের মধ্যেই সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা পাব।
আজকের অবস্থান কমসূচীতে সংগঠনের উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নূর-ই-আলম সিদ্দিক সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। কেন্দ্রিয় কমিটির অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুর রশিদ, মোঃ বখতিয়ার উদ্দিন, খায়রুল আকতার ফারুক, মোঃ মাসুদ রানা, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম, বারী তালুকদার, ফরিদ, এ এইচ পারভেজ, মোঃ রহমত উল্লাহ।
সভাপতি মোঃ আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচী চলতে থাকবে। আগামী কাল অবস্থানের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা এবং প্রথমিক ও গণশিক্ষামন্ত্রী ও সচীব মহোদয়কে স্বারক লিপি প্রদান করা হবে।