খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭:চলতি অর্থ বছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রবৃদ্ধি ৭.২৪ শতাংশ আশা করলেও বিশ্বব্যাংক বলছে এটি ৬.৮ শতাংশ হতে পারে। বিবিএস’র তথ্য প্রকাশের দিনে আজ বিশ্বব্যাংকের ঢাকা অফিস বাংলাদেশ ‘ডেভলপমেন্ট আপডেট-২০১৭’ প্রকাশ করে।
অর্থনীতির সার্বিক তথ্য তুলে ধরে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশে বিনিয়োগ যে পরিমান হওয়ার কথা ছিল তা হচ্ছে না। আগামী নির্বাচন কেন্দ্রিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি ৬.৮ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের যে প্রবৃদ্ধির কথা বলছে সেটা সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সরকার যা দেখাচ্ছে তা-‘বিলাসিতার একটি ভাব। যা আলোর চেয়ে তাপের বেশি সৃষ্টি করে।’
বিশ্বব্যাংক প্রবৃদ্ধি কম দেখাতে চাইছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা ইচ্ছাকৃতভাবে কম দেখাতে যাব কেন। বিশ্বব্যাংকের এতে লাভ কি? মুল্যস্ফিতির বিষয়ে রিপোর্টে বলা হয়, গত ছয় মাসে মূল্যস্ফিতি ব্যাপক উঠানামা করেছে। এক্ষেত্রে সরকারের ধারণার সঙ্গে বিশ্বব্যাংকের ধারণার মিল নেই। এই সময়ে খাদ্যে ব্যাপকহারে মূল্যস্ফিতি দেখা গেছে। রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।