খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ত্রিশাল উপজেলা শাখার ৫দফা দাবী আদায়ের লক্ষে বিকেলে ত্রিশাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের করস্পেন্ডিং সহ ১০ম গ্রেড প্রধান, শিক্ষকদের পদকে এন্ট্রি পদ ধরে শতভাগ পদন্নোতি, রস্টনোগ্রাফারদের পদন্নোতি বাতিল পূর্বক প্রধান শিক্ষকদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সহকারী মনিটরিং অপিস, সহকারী ইন্সট্রাক্টর পদে পদন্নোতিসহ ৫দফা দাবী আদায়ের লক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি কামরুল ইসলাম বাচ্চু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ খান, ধানীখোলা ইউনিয়ন শাখা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাতাব উদ্দিন, সদর ইউনিয়ন শাখা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন।