খােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার ও শুক্রবার পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ৭ জঙ্গির ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আমলী আদালত “গ” অঞ্চলের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুস সালাম শুনানি শেষে এই আদেশ প্রদাণ করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন জানান, বুধবার (১০.০৫.১৭) দিবাগত গভীর রাত থেকে শুক্রবার (১২.০৫.১৭) ভোর পর্যন্ত জেলা পুলিশের কয়েকটি ইউনিট জেলার শিবগঞ্জ, ভোলাহাট ও নাচোল উপজেলায় জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাস বিরোধী আইনে নাচোল উপজেলার গুঠইল গ্রামের জঙ্গি হারুন অর রশিদ ও কামাল উদ্দিন ওরফে সরকার, বেড়াচকি গ্রামের নাসিম রেজা ওরফে শাহিন, শ্রীরামপুরের ফিরোজ, শিবগঞ্জ উপজেলার শিবনগর কাইঠ্যাপাড়ার মোহাম্মদ বাবু ও রাঘবপুরের আব্দুল জলিল এবং সদর উপজেলার দেবীণগর ফাটাপাড়ার আব্দুল হাকিমকে গ্রেফতার করে।
আজ মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আমলী আদালত “গ” অঞ্চলের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুস সালামের সামনে তাদেরকে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। এর প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের শুনানি শেষে ৭ জঙ্গির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে গত শুক্রবার জঙ্গিবিরোধী অভিযানে সাড়ে ৫২ কেজি ভারতীয় এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাড়ে ৪ কেজি গান পাউডার, ২২ টি জিহাদী বইসহ এই ৭ জঙ্গিকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। তবে ওই দিন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম তার বক্তব্যে এদের প্রত্যেককে নব্য জেএমবির নিবেদিত সদস্য বলে উল্লেখ করেন। আর গ্রেফতারকৃত জঙ্গিনেতা হারুন অর রশিদের তথ্যানুযায়ী, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বেনীপুর ও হাবাসপুর এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।