Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যতদিন পর্যন্ত কৃষকের ঘরে ফসল না উঠবে ততদিন সরকার খাদ্য সহায়তা দেবে এমন আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরের ফসল রক্ষা করতে নদী খনন করা হবে। নদীভাঙা মানুষকে ঘর নির্মাণসহ হাওরাঞ্চলে আবাসিক স্কুল করে দেয়া হবে।
বৃহস্পাতিবার সকালে খালিয়াজুড়ি কলেজ মাঠে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা জনগণের সেবা করতে এসেছি। আমি চাই আপনাদের জীবন মানের উন্নয়ন করতে। আমার ডিজিটাল বাংলাদেশ করেছি। সেখানে আমরা ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছি। যার ফলে তারা নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারছে। এমনকি ঘরে বসেই তারা দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্যন করছে সেই ব্যবস্থাও করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লস রুম করে দিয়েছি, কম্পিউটার দিয়ে দিচ্ছি যাতে আমাদের ছেলে মেয়েরা আধুনিক প্রযুক্তির শিক্ষা নিতে পারে। আমরা হাওরেও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও করে দিচ্ছি।
তিনি বলেন, আমরা দেশের মানুষের আর্থ সমাজিক উন্নতির জন্য পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া আমরা বৃদ্ধদের জন্য যারা একে বারেই কাজ করতে পারেন না তাদের জন্য ভাতা দিচ্ছি। আমরা দেশের জনগণের সুবিধার জন্য নানবিধ ব্যবস্থা ইতমধ্যে নিয়েছি তারাই ধারাবাহিকতায় আরও বাড়িয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, এই এলাকার বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে খালেদা জিয়া বান্দরের হাতে লাঠি তুলে দিয়েছিল।এই এলাকার বারোজনকে হত্যা করেছিল।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু ঢাকায় বসে কথা বলে, মির্জা ফখরুল এসেছিলেন ফটোসেশন করে চলে গেছেন। খালেদা জিয়াও এখানে আসেননি। ত্রাণ দেননি।