খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলুর বিরুদ্ধে চলমান নাশকতা মামলাসহ অর্ধশতাধিক বিভিন্ন মামলায় জামিনের জন্য আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
এদিকে বরকত উল্যা বুলুর মুক্তি দাবি করে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে নোয়াখালীর বানিজ্য শহর চৌমুহনীতে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি করিমপুর রোড় থেকে শুরু হয়ে চৌমুহনী শহরের ডিবি রোড়-ফেনী রোড় প্রদক্ষিণ করে কাচারি বাড়ি মসজিদের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারন সম্পাদক মো: মহসিন, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম, আবুল কালাম আজাদ কাউন্সিল, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না, ভিপি কবির উদ্দিন, হুমায়ুন কবির, জেলা যুবদলের সাধারন সম্পাদক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস, বিএনপির নেতা আহছান উল্যা, নিজাম উদ্দিন, যুবদল নেতা সামছুর তিরমীজ স্বপন, ছাত্রদল নেতা রুস্তম আলী, মহি উদ্দিন রাজু প্রমুখ।
উলেখ্য বরকত উল্যা বুলুর বিরুদ্ধে নিন্ম ও উচ্চ আদালত মিলে প্রায় ৮০ টি মামলা চলমান রয়েছে। এর মধ্য ৩২টি মামলায় জামিন চাইলে বৃহস্পতিবার ১৬/১৭ টি মামলার জামিন দেন। বাকী গুলো জজ কোর্ট জামিন রয়েছে এবং বৃহস্পতিবার শোনএ্যরেষ্ট দেখানো হয়েছে। বরকত উল্যা বুলুর আইনজীবি হিসেবে আদালতে এডভোকেট ছানা উল্যা মিয়া, এডভোকেট জয়নাল আবদীন মেছবাহ, এডভোকেট খুরশিদ, এডভোকেট মহি উদ্দিন মামলা গুলো পরিচালনা করেন।