খােলা বাজার২৪।। শনিবার, ২০মে, ২০১৭: প্রধান ফটকের তালা ভেঙে বিএনপি চেয়ারপারসন, ২০ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ প্রবেশ ও তল্লাশী রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বৃহত্তম রাজনৈতিক দল ও জোটের প্রধানের রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের অনৈতিক তল্লাশী ন্যাক্কার জনক ও নিন্দনীয়।
শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হয়রানীমূলক তল্লাশীর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বলেছেন, সরকার প্রকৃত অর্থে তাদের অনৈতিক ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষে সমগ্র দেশকে একটা পুলিশী রাষ্ট্রে পরিনত করছে।
তারা বলেন, দেশবাসী ও বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মীদের মাঝে আতংক সৃষ্টি করতেই পুলিশ একটা সামান্য জিডিকে কেন্দ্র করে একজন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে ন্যাক্কার জনক তল্লাশী অভিযান পরিচালনা করেছেন তা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুব বেশী শুভ লংক্ষন নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত কর্মকান্ড গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।
নেতৃদ্বয় সরকারকে এ ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
অপর এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু ও সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু ২০ দলীয় জোট প্রধান, বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে পুলিশী তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।