খােলা বাজার২৪।। শুক্রবার , ১৯ মে, ২০১৭: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ০৫ দিনব্যাপী “ইনভেস্টমেন্ট প্রসিডিউর’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন।
১৭ মে ২০১৭ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ০৫ দিনব্যাপী “ইনভেস্টমেন্ট প্রসিডিউর’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো: আলী। অন্যান্যদের মধ্যে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ ওয়াহিদুর রহমান ও চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য জনাব মোঃ রেদওয়ান উল্লাহ উপস্থিত ছিলেন।