Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখােলা বাজার২৪।। শনিবার, ২০ মে, ২০১৭: মহামান্য হাইকোর্টের রায় কার্যকর না করায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর ঘেরাও করেছে শতাধিক ভিলেজ ইলেক্ট্রিশিয়ান।

শনিবার (২০ মে) সকাল ১০টায় বেগমগঞ্জ চৌরাস্তার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের মুল প্রবেশপথে অবস্থান নেয় পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত তালিকাভুক্ত ইলেক্ট্রিশিয়ানরা।

এসময় বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান ইউনিয়ন (প্রস্তাবিত) নোয়াখালীর সভাপতি মো.ইসমাঈল সেলিম তার বক্তব্যে বলেন, পল্লী বিদ্যুৎ জিএম সম্মেলন ২০১৫ তে সম্পূর্ণ অযৌক্তিকভাবে ভিলেজ ইলেক্ট্রিশিয়ানদের বিরুদ্ধে গ্রাহক হয়রানীর অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত তালিকাভুক্ত ইলেক্ট্রিশিয়ানদের মাধ্যমে ওয়ারিং সম্পন্ন করার ব্যবস্থা উন্মুক্ত করে দেয়।

পরবর্তীতে জিএম সম্মেলনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন ইলেক্ট্রিশিয়ানরা। ২০১৫ সালের ২৫ আগষ্ট হাইকোর্ট ৮৬৯৮/২০১৫ নং মামলায় রুলজারী করে এবং জিএম সম্মেলনের এ সিদ্ধান্ত স্থগিতাদেশ দেন। এরপর চলতি বছরের ১৫ জানুয়ারী মামলাটির চুড়ান্ত শুনানী শেষে জিএম সম্মেলনের ১৯নং সিদ্ধান্তটি বাতিল ঘোষণা করেন হাইকোর্ট।

এ মামলায় মহামান্য হাইকোর্টের চুড়ান্ত রায় কার্যকর করার দাবিতে মুল প্রবেশপথে অবস্থান নিয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর ঘেরাও করার পর সমিতির জিএম শংকর লাল দত্তকে হাইকোর্টের রায় সংযুক্ত কপিসহ রায় কার্যকর করতে একটি লিখিত আবেদন প্রদান করেন।

আগামী এক সপ্তাহের মধ্যে ভিলেজ ইলেক্ট্রিশিয়ানদের দাবি মেনে না নিলে তারা আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী উচ্চারণ করনে।