Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২০ মে, ২০১৭:  51দিনাজপুরের বিরামপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিবপুর উচ্চ বিদ্যালয়ে মানবন্ধন এবং শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুর্নীতি প্রতিরোধ কমিটি বিরামপুর উপজেলা শাখার সভাপতি একেএম শাহজাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) এএসএম হাফিজুর রহমান, জ্যেষ্ঠ আইনজীবী মো. খালেকুজ্জামান চৌধুরী।
শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারি শিক্ষক মো. আব্দুল হাকিম মোল্লার সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, একইর উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম, কেটরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাবুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি আব্দুল করিম বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দুর্নীতিবাজরা যতই ক্ষমতাবান হোকে তাঁদের ভয় পাবার কোন কারন নেই। কারন দুর্নীতিবাজরা সবসময় নৈতিকভাবে দুর্বল থাকে।
বিশেষ অতিথি এএসপি হাফিজুর রহমান বলেন, দুর্নীতি মানে শুধু ঘুষ না। মানুষ হিসেবে যদি তার মধ্যে মানবিক গুনাবলীর আচরণ না করে সেটিও দুর্নীতি। নৈতিকতা বিরোধী কোন কাজ করলে সেটিও দুর্নীতি। সমাজ থেকে দুর্নীতিসহ সকল অপরাধ দুর করতে সকল পেশিশক্তির উর্ধ্বে থেকে বর্তমানে পুলিশ ব্যপক কাজ করে যাচ্ছে।
একেএম শাহজাহান জানান, দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখায় অতিথিবৃন্দ উপজেলার তেরটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটির শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের এগারোজন করে মোট ১৪৩ জন শিক্ষার্থীকে পদক দিয়ে পুরষ্কৃত করা হয়েছে।