Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২০ মে, ২০১৭: 57গোপাল চন্দ্র দে,ভোলা : জঙ্গি মুক্ত সমাজ গড়তে সাংস্কৃতি চর্চকে আরো বেগবান করার লক্ষ্য নিয়ে ভোলায় ১৪ জন গুনি শিল্পিকে সংবর্ধনা প্রদান করেছে ভোলা পুলিশ সুপার।
শনিবার ( ২১ মে) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার এর মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন ১৪ জন গুনি শিল্পিদের মাঝে পুলিশ সুপার পদক তুলে দেয়া হয়।
নাচ,গান, আবৃত্তি, নৃত্য, অভিনয় সহ সংগঠক, সমাজ উন্নয়ন ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য ‘পুলিশ সুপার পদক-২০১৭’ প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে ও লালমোহন সার্কেল এর মো: রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ ও পদকপ্রাপ্ত পারভীন আখতার, চেম্বার অব কমার্সের পরিচালক মো. সফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস-উল-আলম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে হলে সাংস্কৃতি চর্চার কোন বিকল্প নাই। তাই সাংস্কৃতি চর্চাকে আরো এগিয়ে নিতে পুলিশ এর পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিল্পিরা আরো উৎসাহ নিয়ে আগামীতে কাজ করবে বলে আশা করেন।
এসময় বক্তারা পুলিশ সুপারকে ভোলাকে মাদক মুক্ত করতে নিরলস ভাবে কাজ করার জন্য বুহসী প্রসংশা করেন।
সঙ্গীতে পদক পেয়েছেন বাংলাবাজার ফাতেমাখানম কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক, সঙ্গীতশিল্পী, গীতিকার আফসার উদ্দিন বাবুল, শিক্ষায় পারভীন আখতার, শাফিয়া খানম, সমাজ উন্নয়ন ও সংগঠক খাদিজা আক্তার স্বপ্না, সংগীতে প্রভাষক রেহানা ফেরদৌস, ফারজানা আফসার লিয়ানা, আঁখি দে, বৃষ্টিনাগ, আবৃত্তিতে সামস-উল-আলম-মিঠু, তানজিলা তাবাসসুম প্রাপ্তী, নাট্যাভিনয়ে অতনু করঞ্জাই ও তালহা তালুকদার বাঁধন, নৃত্যে ইশরাত জাহা হৃদিকা, ও শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসাবে সুমিহা জামান আদিলাকে পদক দেওয়া হয়।