Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: উৎসবমুখর পরিবেশে শনিবার জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই বছর মেয়াদি কার্যকরী পরিষদের ১৩টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সহযোগী সদস্যদের জন্য সংরক্ষিত দুটি পদও রয়েছে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে।

এর মধ্যে ডল-লুৎফর পরিষদে সভাপতি প্রার্থী দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডলসহ আটটি পদে বিজয়ী হয়েছেন। এই পরিষদের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। অপরদিকে সাদা-দুলাল পরিষদ থেকে সাধারণ সম্পাদক প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইনসহ দুটি পদে বিজয়ী হয়েছেন। এই পরিষদের সভাপতি পদে প্রার্থী ছিলেন চ্যানেল আই এর সাংবাদিক ও সাপ্তাহিক কালাকাল পত্রিকার সম্পাদক হাফিজ রায়হান সাদা।

ডল-লুৎফর পরিষদ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, সহসভাপতি সময় টিভির সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, যুগ্মসম্পাদক মো. আনোয়ার হোসেন মুক্তা, কোষাধ্যক্ষ দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক পল্লীকণ্ঠের সাংবাদিক আলী আজাদ, কার্যকরী সদস্য দৈনিক ডেসটিনির সাংবাদিক মো. আনোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস এম হালিম দুলাল ও দৈনিক সচেতনকণ্ঠের সাংবাদিক আয়নাল হক কালাচাঁন।

অপরদিকে সাদা-দুলাল পরিষদ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক দৈনিক ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইন, কার্যকরী সদস্য স্টারমেইল২৪ডটকমের সাংবাদিক সৈয়দ শওকত জামান ও দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক মোখলেছুর রহমান লিখন।

কার্যকরী পরিষদের সহযোগীদের জন্য সংরক্ষিত সহসভাপতি পদে দৈনিক জামালপুরকণ্ঠের সহ-সম্পাদক জাহিদ আনোয়ার জাকির ও সদস্য পদে দৈনিক মালঞ্চবাজার পত্রিকার সম্পাদক হাতেম আলী খাদেম নির্বাচিত হয়েছেন।

বেলা তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী শহিদুল ইসলাম পাহলোয়ান।