শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে রোববার দুপুরে শহরের পৌর নিউমার্কেটে অবস্থিত হোটেল স¤্রাটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম সামসুল হুদা।
লিখিত বক্তব্যে শামসুল হুদা সরকারের প্রতি হেযবুত তওহীদের নয়টি প্রস্তাবনার বর্ননা দিয়ে বলেন, ‘সকল ধর্মবিশ্বাসী মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা ও সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে যেন কেউ তাদেরকে বিকৃত ব্যাখ্যা দ্বারা প্রভাবিত করে বিভ্রান্ত করতে না পারে। শুধুমাত্র শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ নির্মুল সম্ভব নয়, কেননা জঙ্গিবাদ একটি আদর্শিক বিষয়। তাই জঙ্গিবাদের মোকাবেলায় শক্তি প্রয়োগের পাশাপাশি এই উগ্র মতাদর্শের ভ্রান্তি ও অসারতাগুলো অত্যন্ত যৌক্তিকভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। আর এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিভিন্ন ধারার গণমাধ্যমগুলো। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে যে অকাট্য যুক্তি, তথ্য ও ধর্মগ্রন্থের দলিল আমরা তুলে ধরছি তা গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করতে হবে যেন এ অন্যায়গুলোর বিরুদ্ধে জাতি শক্তিশালী চেতনার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারে।’
শামসুল হুদা হেযবুত তওহীদের এসব ইতিবাচক কর্মকা-ে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মী ও সরকারের নিকট আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক ও শেরপুর জেলা কমিটির সভাপতি শফিউল আলম স¤্রাট।