Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: 23নবাগত ওসি হিসেবে রাজশাহীর পুঠিয়া থানায় দায়িত্ব গ্রহন করেছেন সায়েদুর রহমান ভূইয়া পিপিএম। রোববার রাত সাড়ে ৮টার দিকে থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত রাকিবুল হাসান, পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলামসহ থানার স্টাফরা।
জানা যায়, নবাগত ওসি সায়েদুর রহমান ভূইয়া পিপিএম এর আগে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওসি সায়েদুর রহমান ভূইয়া নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা সদরে একটি সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।
ওসি সায়েদুর রহমান ভূইয়া বিপিএম জানান, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহকে জিরো টলারেন্স দেখিয়ে পুঠিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারনের সহযোগীতা নিয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য যে পুঠিয়া থানায় এর আগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন গত ২০ মে হাফিজুর রহমানকে বদলি করা হয়।