খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: বান্দরবানের লামায় ঢাকা ট্যোবাকো’র তামাক ডিপো পরিদর্শন করেছে “এন্টি ট্যোবাকো মিডিয়া এলাইন্স(আত্মা)’র” আঞ্চলিক সদস্যরা। রবিবার বিকালে আত্মা’র সদস্যরা বান্দরবানের লামার হরিণ ঝিড়িস্থ ঢাকা ট্যোবাকো’র নিজস্ব ডিপো পরিদর্শন করে। ইপসা’র প্রোগ্রাম অফিসার ওমর শাহেদ হিরো, ইপসার প্রোগ্রাম অফিসার মোঃ দিদারুল আলম, দীপ্ত টিভি’র ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, নিউজ গার্ডেন’র সম্পাদক ও কর্ণফুলি’র প্রতিনিধি কামরুল হুদা, আর টিভির প্রতিনিধি জয়নাল আবেদীন, ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি আহসানুল কবির রিটন, একুশে টেলিভিশন বান্দরবান প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম (টিটু), দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন, দৈনিক সাঙ্গু পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক ইত্তেফাক পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন লামা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম , দৈনিক ডেসটিনি পত্রিকার লামা প্রতিনিধি বেলাল আহম্মদসহ আত্মার আঞ্চলিক সদস্যরা এতে অংশ নেয়।
এসময় তারা ডিপো’র ভেতরে মহিলা শ্রমিকদের সাথে তাদের সমস্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে তারা ডিপো’র ম্যানেজার মোঃ নাছির উদ্দিন এর সাথেও মত বিনিমিয় করেন। এ বিষয়ে ইপসার প্রোগ্রাম অফিসার ওমর শাহেদ হিরু বলেন, আগামী ৩১শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে“তামাক, উন্নয়নের অর্ন্তরায়”। এ লক্ষ্যে আমরা পার্বত্র চট্টগ্রামের খ্যাত তামাক জোন পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে আত্মার আঞ্চলিক সদস্যরা লামা পরিদর্শন করেছি।