Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: 75 ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ হারলে ৮৩ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে আটে নেমে যেত বাংলাদেশ। কিন্তু সেটি আপাতত হচ্ছে না, এটা নিশ্চিত। তবে আইসিসি ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগটা এখনও আছে বাংলাদেশের সামনে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে সাকিব-তামিমরা।

আগামী বুধবার ডাবলিনে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বাঁচা-মড়ার এই লড়াই। বাংলাদেশে ৯১ পয়েন্ট নিয়ে এখন র‌্যাংকিংয়ে আছে সপ্তম স্থানে। পরশু ডাবলিনের ক্লনটার্ফে নিউজিল্যান্ডকে হারাতে পারলে ৯৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে যাবে ছয় নম্বরে।

এই মুহূর্তে ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টে পরিবর্তন না হলেও রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে সাতে চলে যাবে তারা।

ম্যাচটা হেরে গেলে, ৯০ পয়েন্ট নিয়ে সাতেই থাকতে হবে মাশরাফিদের। সে ক্ষেত্রে আট নম্বর দল পাকিস্তানের চেয়ে মাত্র ২ পয়েন্টে এগিয়ে থাকবে তারা। আর নয় নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানটা থাকবে —১১। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ব্যবধান ঘোচানোর সুযোগ খুবই কম ওয়েস্ট ইন্ডিজের।

নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার জয় পেলে র‌্যাংকিংয়ে গাণিতিক মারপ্যাঁচ নিয়ে মাথা না ঘামালেও চলবে। সুযোগটা নিশ্চয়ই হারাতে চাইবেন না মাশরাফিরা!

সোমবার আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দল ও পয়েন্ট

১. দক্ষিণ আফ্রিকা ১২৩

২. অস্ট্রেলিয়া ১১৮

৩. ভারত ১১৭

৪. নিউজিল্যান্ড ১১৬

৫. ইংল্যান্ড ১১০

৬. শ্রীলঙ্কা ৯৩

৭. বাংলাদেশ ৯১

৮. পাকিস্তান ৮৮

৯. ওয়েস্ট ইন্ডিজ ৭৯

১০. আফগানিস্তান ৫২