খােলা বাজার২৪।। বুধবার, ২৪ মে, ২০১৭: সিরিজে ফেরার মিশনে ইংল্যান্ডের বিপক্ষে রোববার মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে খাদের কিনারা থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করা ইংলিশ শিবির চায় এক ম্যাচ হাতে রেখে এদিনই সিরিজ জয় নিশ্চিত করতে। সব মিলিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের আরেকটি মঞ্চ প্রস্তুত। এমন এক ম্যাচে অবশ্য টস-ভাগ্য ইংল্যান্ডের। ইংলিশ দলনায়ক জস বাটলার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে টাইগার একাদশে ফিরেছেন নাসির হোসেন। দুপুর আড়াইটায় শুরু হচ্ছে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল গাজী টেলিভিশন (জিটিভি)।
এরআগে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান করেছিল ইংল্যান্ড। কিন্তু দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের ১৩ বল আগেই ২৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যে কারণে ২১ রানে হার মানতে হয়েছিল মাশরাফিদের।
ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৭ বারের সাক্ষাতে বাংলাদেশের তিন জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে ১৪টি ম্যাচে।
ঘরের মাঠে বরাবরই বাংলাদেশ যেকোনো দলের জন্য বিপদজ্জনক। সর্বশেষ ২১টি ওয়ানডে ম্যাচের মাত্র ৪টিতে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারতকে হারানোর পর এবার ইংল্যান্ড সিরিজকে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে স্বাগতিকরা। কিন্তু তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে সেই চ্যালেঞ্জে কিছুটা ক্ষত তৈরি হয়েছে টাইগারদের। রোববার সফরকারীদের হারিয়ে এখান থেকে মুক্ত হতে চায় টিম বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের অনেক কাছে গিয়েও হারের পর থেকে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আসবে বলে জোর আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই হলো। প্রথম ম্যাচে একাদশে থাকা মোশরারফ হোসেন রুবেলের জায়গায় দলে এসেছেন নাসির হোসেন।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।