খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭: চট্টগ্রামের চন্দনাইশে বাস-পিকআপ সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার পাটানি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানি পরিবহন একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী দুটি পিকআপকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫জন নিহত হয়।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। নিহত দু’জন হলেন চন্দনাইশের বাগিচাহাটে আবদুল মোতালেব (৫০), ফরিদ আহমদ (৪০) সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
দোহাজারি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান এ ঘটনা নিশ্চিত করেন।