খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭: শিক্ষক ও রাজনীতিক বিশ্লেষক মোহাম্মদ এ আরাফাত বলেন, সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোতে সরকারের কোন হাত নেই। এটির সম্পূর্ণ এখতিয়ার প্রধান বিচারপতির। তবে জনগণ প্রধানমন্ত্রীকে দুষছে কারণ তিনি এটা সরাতে মত দিয়েছিলেন।
শবনম আযীমের সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন, সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ।
মোহাম্মদ এ আরাফাত বলেন, সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোটা সরকারের কথায় হয়েছে বলে ধরেই নেওয়া হয়েছে । কিন্তু আমরা জানি কোর্ট প্রাঙ্গনে কোন কিছু করার বা না করার এখতিয়ার সরকারের নাই। পুরোটাই কোর্টের এখতিয়ার। এটা বলার কারণ আছে। কিছু দিন আগে প্রধানমন্ত্রী ভাস্কর্য বিষয়ে তাঁর মতামত দিয়েছিলেন। যেটা ভাস্কর্য সরানোর সাথে সঙ্গতিপূর্ণ। তাই মনে হয় মানুষের মধ্যে আরও বেশি করে এটা দানা বেঁধেছে যে সরকারের নির্দেশেই এটা সরানো হয়েছে। কিন্তু টেকনিক্যালি সরকারের কোন এখতিয়ার নেই এটা করার। এটা পুরোটা কোর্টের নিজস্ব বিষয়। ভাস্কর্য সরানো নিয়ে ওবায়দুল কাদের আজ বলেছেন, ভাস্কর্য সরানোতে প্রধানমন্ত্রীর কোন হাত নেই, তার সহমত ছিলো, কিন্তু সরানোর কোন এখতিয়ার তাঁর ছিলো না। এটা শুধু প্রধান বিচারপতির দায়িত্ব।
ভাস্কর্য সরানো নিয়ে যেটি সবচেয়ে বেশি মজার সেটি হলো এ বিষয়ে ব্যারিস্টার মওদুদ এবং ওবায়দুল কাদের একই কথা বলেছেন।
মোহাম্মদ এ আরাফাত বলেন, ভাস্কর্য সরানো নিয়ে কে কি মনে করছে সেটি এক বিষয়, আবার সত্যটা আরেক বিষয়।