খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলের কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী ফারুক হোসেন ওরফে টেক্কা (৪৫) ডিবি’র হাতে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শিয়ালডাঙ্গী এলাকা থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ডিবি পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মেহেদি জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিক্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম রানীশংকৈল থানাধীন ভরনিয়া শিয়ালডাঙ্গি এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো ফারুক হোসেন ওরফে টেক্কাকে ৩৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে। সে ঐ এলাকার মোঃ হুমায়ুন কবির এর ছেলে। আটকৃত আসামীর বিরুদ্ধে রাণীশংলৈ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।