Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭:  59সুুদ নির্ধারণে দুই বছর সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানেনি ১২টি ব্যাংক। এ সব ব্যাংকের স্প্রেড (আমানত সংগ্রহ ও বিতরণ করা মাঝের অংশ) হার এখনো ৫ শতাংশের উপরে।
৫ শতাংশর নীচে স্প্রেড হার নামিয়ে আনতে ২০১৫ সালে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখনো দেশি-বিদেশি ১২ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানেনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এবি ব্যাংকের স্প্রেড হার ৪.৯৯ শতাংশ। ব্যাংকটির আমানত সংগ্রহের হার ৫.৪৫ শতাংশ এবং বিতরণ ১০.৪৩ শতাংশ। আইএফআইসি ব্যাংকের সংগ্রহ ৪.৯৭ শতাংশে, বিতরণ হার ১০.৪৪ শতাংশে। স্প্রেড ৫.৫২ শতাংশে। উত্তরা ব্যাংকের সংগ্রহ ৪.৯ শতাংশে, বিতরণ ১০.৩ শতাংশে। ব্যাংকটির স্প্রেড হার ৫.৪৩ শতাংশ। ডাচ-বাংলা ব্যাংকের সংগ্রহ ২.৩৬ শতাংশে, বিতরণ ৮.৯৪ শতাংশ হারে। স্প্রেড হার ৬.৪৫ শতাংশ। প্রিমিয়ার ব্যাংকের সংগ্রহ ৫.৬৩ শতাংশে, বিতরন ১০.৮১ শতাংশে। স্প্রেড ৫.৬ শতাংশ। ফার্স্ট সিকিউরটি ব্যাংকের সংগ্রহ ৭.২৮ শতাংশে, বিতরণ ১২.২ শতাংশে। স্প্রেড ৪.৯১ শতাংশ।
ব্র্যাক ব্যাংকের সংগ্রহ ৩.৮১ শতাংশ হারে, বিতরণ ১১. ৯৭ শতাংশে। স্প্রেড ৭.৯৯ শতাংশ। ব্র্যাক ব্যাংকের স্প্রেড হার বাংলাদেশ ব্যাংককিং খাতের সর্বোচ্চ। এছাড়া নতুন মধুমুতি ব্যাংকের সংগ্রহ ৫.৩৯ শতাংশে, বিতরণ ১০.৮৪ শতাংশে। স্প্রেড হার ৫.৪১ শতাংশ। ইউনিয়ন ব্যাংকের সংগ্রহ ৭.৫৪ শতাংশে, বিতরণ ১২.৮৭ শতাংশে। স্প্রেড ৫.৩৫ শতাংশ।
এছাড়া বিদেশি স্ট্যান্ডার্ড এন্ড চাটার্ড ব্যাংকের সংগ্রহ ১.১৮ শতাংশ হারে, বিতরন ৯.৫৬ শতাংশে। স্প্রেড ৭.২২ শতাংশ। দেশের দ্বিতীয় সর্বোচ্চ স্প্রেড রাখছে বিদেশি এই বাণিজ্যিক ব্যাংকটির। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সংগ্রহ ২.৮৪ শতাংশে, বিতরণ ৮.৫১ শতাংশে। স্প্রেড ৫.৭২ শতাংশ। সিটি ব্যাংক-এনএ এর সংগ্রহ .১৩ শতাংশে, বিতরন ৫.৪৪ শতাংশে। স্প্রেড ৫.৩২ শতাংশ। এইচএসবিসি ব্যাংকের সংগ্রহ ১.৪৪ শতাংশে, বিতরণ ৭.৫৯ শতাংশে। স্প্রেড ৫.৮৬ শতাংশ। উরি ব্যাংকের সংগ্রহ ২.১৩ শতাংশে, বিতরণ ৮.০৩ শতাংশ। স্প্রেড ৫.৩৪ শতাংশ।