খােলা বাজার২৪।। রবিবার, ২৮ মে, ২০১৭: ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে চলমান কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের তৃতীয় রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ১০ জনের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আড়াই পয়েন্ট করে নিয়ে ৩০ জনের সাথে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
তিন খেলায় আনিসুজ্জামান জুয়েল ২ পয়েন্ট, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও মোহাম্মদ সিরাজুল কবীর দেড় পয়েন্ট করে, মো. জামাল উদ্দিন, শাহনাজ মোহাম্মদ ফারুক, মিজানুর রহমান, মো. রাজু আহমেদ ও সাদনান হাসান দিহান এক পয়েন্ট করে এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন আধা পয়েন্ট পেয়েছেন।
শনিবার সন্ধ্যায় তৃতীয় রাউন্ডে জিয়া ভারতের আকাশ আইয়ারকে, রিফাত ভারতের জিৎ জেনকে, ফাহাদ শ্রীলঙ্কার অমরাসিংহেকে, জুয়েল ভারতের আগাম আদিত্যকে ও রাজু ভারতের গৌর হরি মহাপুত্রকে পরাজিত করেন। নিয়াজ ভারতের মহিতে রানবিরের সাথে ও সিরাজ ভারতের শারাভানান কৃষ্ণানের সাথে ড্র করেন।
দিহান ভারতের আন্তর্জাতিক মাস্টার রত্মাকরণের কাছে, শাহনাজ ইংল্যান্ডের সারদানা ঋষির কাছে, মিজান নেপালের হিমাল লামার কাছে, জামাল ভারতের হরি সুরেশের কাছে, মাহফুজ বিনয় থমাস আব্রাহামের কাছে, হাসান ভারতের তৃষা কানিয়ামারালার কাছে ও মনোন ভারতের রওনক মন্ডলের কাছে হেরে যান। ইন্টারনেট