Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ৩০ মে, ২০১৭: জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলোক চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রদর্শনীতে রয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর ২২৭ টি আলোক চিত্র।
মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এই আলোকচিত্র প্রদর্শনী উদ্ধোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনকালে তিনি বলেন, দেশে আজ গণতন্ত্রের সংকট চলছে। জাতির এই দুর্দিনে শহীদ জিয়ার কর্মময় জীবন বুকে ধারন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আলোক চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সহ-সভাপতি নাজমুল হাসান, এজমল হোসেন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।