খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতীয় হাইকমিশনের কাছে বোমা বিস্ফোরণে প্রায় ৯ জন নিহত হয়েছেন এবং আহত প্রায় ৯২। যদিও হাইকমিশনের কোন কর্মকতা-কর্মচারি এতে হতাহত হননি।
বুধবার সকালে জানবাক স্কয়ার এলাকায় গাড়ীতে রাখা বোমার ব্যাপক বিস্ফোরণ হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হামলাটি ভারতের হাইকমিশনকে টার্গেট করে করা হয়নি।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ টুইটারে জানান, হাইকমিশনের সব কর্মকতা-কর্মচারি নিরাপদেই আছেন।
এদিকে আফগান স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রায় ৬০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্টের বাসভবন পাশে কূটনৈতিক এ এলাকাটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা।
পুলিশের বরাতে আল-জাজিরা জানিয়েছে, কয়েক দিন ধরেই কাবুলের পরিস্থিতি শান্ত ছিলো। গেলো কয়েক বছরের অন্যতম ভয়ানক হামলা এটি।
বিস্ফোরণ এতোটাই বিশাল ছিলো যে ঘটনাস্থল থেকে অনেক দূরের বাসা ও অফিসের জানালার কাচ ভেঙ্গে যায়।
ফাতিমা ফাইযি নামক স্থানীয় বাসিন্দা বলেন, জীবনে এতো ভয়ঙ্কর শব্দ কখনও শুনিনি।