খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: রাজধানীর ডেমরা থেকে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার এবং ৯ অপহরণকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার সকালে ডিএমপির মিডিয়া উপকমশিনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানান।
মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৯ অপহরণকারীকে আটক করা হয়েছে। এ সময় অপহরণকারীদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বুধবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জনানো হবে বলেও জানান মাসুদুর রহমান।