Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: 11অবশেষে সিংহী নোভা ও সিংহ নভর ঘরে আসছে নতুন অতিথি। নতুন অতিথি আসার এই খবরে দীর্ঘদিন পর চট্টগ্রাম চিড়িয়াখানায় রীতিমতো সাজ সাজ রব পড়ে গেছে। ধুমধাম করে বিয়ের প্রায় সাড়ে তিন মাস পর নোভা ও নভ মিলিত হয়। স্বাভাবিক নিয়মে সিংহী ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত গর্ভধারণ করে। সে হিসাবে চলতি মাসের তৃতীয় বা শেষ সপ্তাহে নোভা ও নভর ঘরে আসবে নতুন অতিথি। প্রায় এক যুগ নিঃসঙ্গ থাকার পর নোভার জন্য সঙ্গী হিসেবে নভকে রংপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল। এরপর প্রায় ১০ মাসের মাথায় তাদের ঘরে আসছে নতুন অতিথি।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ‘সিংহীর গর্ভধারণ নির্ধারণ করা অনেক কঠিন। কারণ তাদের পরীক্ষা করার কোনো সুযোগ নেই। শারীরিক নানা অসঙ্গতি দেখেই এসব প্রাণীর গর্ভধারণ নির্ণয় করতে হয়। প্রায় সাড়ে তিন মাস আগে নোভা ও নভ মিলিত হয়। স্বাভাবিক নিয়মে সিংহী ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত গর্ভধারণ করে। সে হিসাবে জুনের তৃতীয় বা শেষ সপ্তাহে নোভা ও নভর কোলে নতুন অতিথি আসবে।’ তিনি আরও জানান, সিংহী গর্ভধারণ
করলে বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেমন পুরুষ সিংহ থেকে দূরে থাকা, পুরুষ সিংহকে কাছে আসতে না দেওয়া, হাঁটাচলা ও খাবার কমিয়ে দেওয়া, পেট ফুলে যাওয়া ইত্যাদি। স্বাভাবিক সময়ের মতো এ সময়টায় সিংহী নড়াচড়াও কমিয়ে দেয়। অধিকাংশ সময় নির্দিষ্টস্থানে বসে থাকে। এসব লক্ষণের সবই সিংহী নোভার ক্ষেত্রে পাওয়া গেছে।
২০০৫ সালের ১৬ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্মের কিছু দিন পর দুই বোন নোভা ও শোভার মা ‘লক্ষ্মী’ এবং ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি তাদের বাবা ‘রাজ’ মারা যায়। তখন থেকে একই খাঁচায় দুই বোনের বাস। পুরুষ সঙ্গীর অপেক্ষায় প্রায় এক যুগ বিষণœ দিন কাটে তাদের। গত বছর ১০ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানা থেকে সিংহ বাদশাকে চট্টগ্রামে আনা হয়। সেই সঙ্গে শোভাকে পাঠানো হয় রংপুর চিড়িয়াখানায়। এরপর ২১ সেপ্টেম্বর অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নোভা ও বাদশার বিয়ে দেওয়া হয়। উভয়ের মধ্যে ভাব বিনিময় শেষে বিয়ের ১০ দিন পর তাদের এক খাঁচায় থাকতে দেওয়া হয়। পরে নোভার নামের সঙ্গে মিল রেখে বাদশার নাম ‘নভ’ রাখা হয়।
চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা পরিষদের সদস্য সচিব রুহুল আমীন বলেন, ‘নানা সীমাবদ্ধতার মধ্যেও রংপুর চিড়িয়াখানা থেকে গত বছর সিংহী নোভাকে আনতে সক্ষম হই আমরা। চট্টগ্রামের স্বাভাবিক বিয়ের মতো রীতি-প্রথা মেনে নোভা-নভর বিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে সিংহের প্রজনন ও বংশ বিস্তারের সুযোগ হয়েছে। সিংহী নোভা ইতিমধ্যে গর্ভধারণ করেছে। এটি আমাদের জন্য অনেক বড় সুখবর।’ সমকাল