খােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭: পহেলা জুলাই থেকে নতুন ভ্যাট আইন যেনো কোন বিরোধ ছাড়াই বাস্তবায়ন হয়, সেজন্য কাজ করছে এনবি আর। নতুন আইন নিয়ে যেসব আলোচনা চলছে সেগুলোতে প্রকৃত সত্য উঠে আসছে না বলে মন্তব্য করেছেন এনবি আর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
কাকরাইলে আইডিইবি ভবনে, ভ্যাট কমিশনারেট দক্ষিণের সম্মেলন কক্ষে অনলাইন ভ্যাটের ওপর বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইন্সস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন এনবি আর চেয়ারম্যান।
প্রতিবেশী দেশের জিএসটির উদাহরণ দিয়ে তিনি বলেন, ভারতে সর্বোচ্চ ভ্যাট হার ২৮ শতাংশ হলেও বাংলাদেশে ১৫ শতাংশ। এছাড়া বাংলাদেশে অনেক খাতে ভ্যাট অব্যাহতি দেয়া হলেও সেদেশে ৫ থেকে ১২ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
দেশের শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে বাজেটে শুল্ক ও কর নীতিতে তেমন কোন পরিবর্তন আনা হয়নি বলে জানান এনবি আর কর্মকর্তারা।
সূত্র : সময় টিভি