খােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭: জাতি সংঘের সাধারণ পরিষদের সভাপতি মি. পিটার টমসনের আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচীর ‘টেকসই অর্থায়ন অনুসন্ধান’ এর পরামর্শক পর্ষদের অন্যতম সাবেক সদস্য অধ্যাপক ড. আতিউর রহমান রোববার (১১ জুন) নিউ ইয়র্ক রওনা হয়েছেন। ‘টেকসই অবকাঠামোর জন্যে অর্থায়ন’ বিষয়ে তিন দিনের যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে তাতে ড. রহমান তাঁর অভিজ্ঞতা তুলে ধরবেন। এ বৈঠকের বিষয়বস্তু হচ্ছে “টেকসই অবকাঠামো উন্নয়নে নয়া আর্থিক অংশীদারিত্ব ত্বরান্বিতকরন”। এ বৈঠকে সরকারী কর্মকর্তারা ছাড়াও উন্নয়ন অর্থায়নের বিভিন্ন বিষেশজ্ঞজন এতে অংশগ্রহণ করবেন। ব্যক্তিখাতের বিনিয়োগকারী, সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এই বিশেষ বৈঠকে অংশগ্রহণ করবেন।
এই বিশেষ বৈঠক শেষে ড. আতিউর রহমান ইউএনডিপির সদর দপ্তরে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উদ্দেশ্যে ‘আর্থিক অন্তর্ভুক্তি ও মোবাইল আর্থিক সেবার ভূমিকা” বিষয়ে একটি বিশেষ বক্তৃতাও করবেন।