Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19113872_460056907671270_12খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্দ্যেগে নিয়মিত ভ্রামমান আদালত পরিচালনার অংশ হিসেবে ১৭ ও ১৮ জুন ঠাকুরগাঁও পুরাতন বাসষ্ট্যান্ড বাজার ও ঠাকুরগাঁও রোড (মন্দিরপাড়া) নামক স্থানে আদালত পরিচালিত হয়।
অভিযানে একাধিক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫ হাজার টাকা জরিমানাসহ ৫ ব্যাক্তিকে মামলা দেন। আদালত পরিচালনা কালে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু খাদ্য সামগ্রী, প্রকাশ্য ধুমপান ও বিপুল পরিমান নিষিদ্ধ কোমল পানীয় জব্দ করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত মালামল গুলো ঘটনা স্থলে ধংস করা হয়।
আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব বিতান কুমার মন্ডল, জনাব সোহাগ চন্দ্র সাহা ও জনাব মাহাবুবুল হক, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এর নিরাপদ খাদ্য পরির্দশক (স্যানিটারি ইন্সপেক্টর), আক্তার ফারুক, পেশকার রশিদুল ইসলাম, সদর থানার অফিসারসহ সঙ্গীয় র্ফোস। সে সময় আদালত জানায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।