Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭:ত্রিশাল উপজেলায় ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরাম ও জেলা মুক্তিযোদ্ধা পুনবাসন সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মুক্তিযোদ্ধের জীবন্ত কিংবদন্তী কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক (বাবুল চিশতি)র পৃষ্ঠ পোষকতায় ৩শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ইফতার ও ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ জাকিউর রহমান, ওসি (তদন্ত) মুখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, ফুলবাড়ীয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমতাজ উদ্দিন চৌধুরী, ভালুকা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন খান মিলন ও ফুলবাড়ীয়া মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি নুরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভালুকা ফুলবাড়ীয়া গফরগাও ও ত্রিশালের প্রায় ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও স্থানীয় হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিরতন করা হয়েছে।