Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখােলা বাজার২৪।। বুধবার, ২৮ জুন, ২০১৭: লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ বিজিবি সদস্য ল্যান্স নায়েক সুমন হাওলাদারের লাশ উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বুধবার সকাল ১০টায় তিস্তা নদীর ভারতীয় অংশ থেকে বিএসএফ সদস্যরা লাশটি উদ্ধার করে।

বিজিবি’র ১৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে সুমন মিয়ার লাশ বিএসএফের তিস্তা সংলঘ্ন অরুণ ক্যাম্পে রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে বিজিবি।

ঈদের দিন রাতে সীমান্তে চোরাকারবারীদের ধরতে গিয়ে সুমন হাওলাদার নিখোঁজ হয়। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামে।

নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে অভিযান অব্যহত রাখে উদ্ধারে বিজিবি ও বিএসএফয়ের সদস্যরা। রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের আট সদস্যের ডুবুরী দলও উদ্ধার অভিযানে যোগ দেয়।

অন্যদিকে মঙ্গলবার সকালে তার নিখোঁজের খবর বাড়িতে পৌঁছলে সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বার বার জ্ঞান হারাচ্ছেন স্ত্রী জেসমিন।

পরিবারের সদস্যরা জানান, ২০১২ সালে তাদের বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। ১০ ভাই ৪ বোনের মধ্যে নিখোঁজ সুমন ১২তম।