Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Noakhaliখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের একটি আবাসিক হোটেলে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগে হাতিয়া থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত দুই ধর্ষক মো. আরিফ (২৮) ও মো. কামরুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদেরকে বুধবার (২৮ জুন) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার ঈদের দিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুুই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই দুই ধর্ষিতা হাতিয়ার একটি মাদ্রাসার অষ্টম ও দশম শ্রেণির ছাত্রী। এক ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার হাতিয়া পৌরসভার মো. আরিফ ও ছোট দেল গ্রামের মো. কামরুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, ঈদের দিন সোমবার রাতে দুই ছাত্রীকে উপজেলার নিঝুম দ্বীপের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে আরিফ ও কামরুল। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা ঘটনাটি নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জকে জানায়। পরে পুলিশ গিয়ে রাত একটার দিকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে এবং দুই যুবককে আটক করে। পরে এক ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার দেখানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ আরো জানান, বুধবার নোয়াখালী জেনারেল হাসপাতালে দুই ছাত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।