Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭: 21ভারত গরুর মাংশ রফতানিতে বিশ্বে পয়লা কাতারে থাকলেও দেশটিতে গরুর মাংস খাওয়ার দায়ে মুসলমানদের হত্যার ঘটনা ঘটছে। এ নিয়ে সারা ভারতে বিক্ষোভ হচ্ছে যা আন্তর্জাতিক মিডিয়া সরব হলেও ভারতীয় মিডিয়া একপ্রকার এড়িয়ে যাচ্ছে বিষয়টি। তবে বিষয়টি নিয়ে অবশেষে নীরবতা ভাংলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অত্যধিক গো-ভক্তির কারণে সাম্প্রতিক হিংসা ও গণপিটুনির ঘটনার নিন্দা করে তিনি বললেন, গোরু পুজোর নামে মানুষ মারা কখনওই গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার আহমেদাবাদের একটি অনুষ্ঠানে তিনি বলেন, এই দেশে কারো আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। গো-ভক্তির নামে মানুষ মারা কখনও গ্রহণযোগ্য নয়। এ ধরনের হিংসা মহাত্মা গান্ধী কখনই মেনে নিতেন না।
হিন্দু ধর্মের প্রতীক গোরুর সুরক্ষার কথা ভাবা উচিত বলে মন্তব্য করলেও একইসঙ্গে নরেন্দ্র মদি মনে করিয়ে দেন, মহাত্মা গান্ধী ও আচার্য বিনোবা ভাবের থেকেও গোরুকে বেশি সুরক্ষা দেওয়ার কথা কেউ বলেননি।
তিনি বলেন, হিংসার দ্বারা কোনও সমস্যার সমাধান হয় না। এ প্রসঙ্গেও গান্ধীজীর কথা স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেছেন, আমরা অহিংস ভূমিতে বাস করি। মহাত্মা গান্ধীর ভূমিতে বাস করি। কীভাবে আমরা সেটা ভুলে যাব…সমাজে হিংসার কোনও জায়গা নেই। হিংসা কোনওদিন কোনও সমস্যার সমাধান করতে পারেনি, পারবেও না।
দেশকে মহাত্মা গান্ধীর স্বপ্নের মতো করে গড়ে তোলার ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আসুন, সবাই মিলে কাজ করি। ভারতকে মহাত্মা গান্ধীর স্বপ্নের মতো করে গড়ে তুলি। এমন একটা ভারত গড়ে তুলি যেটি দেখে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা গর্ব করতে পারেন। টাইমস অব ইন্ডিয়া