Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭: 22প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার অপরাহ্নে তার জাতীয় সংসদ কার্যালয়ে বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মকবুল হোসেনকে শপথবাক্য পাঠ করিয়েছেন।
শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘তিনি (মকবুল হোসেন) এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করেছেন।’
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন।
এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বগুড়ার সংসদ সদস্য আবদুল মান্নান, হাবিবুর রহমান ও নূরুল ইসলাম ওমর এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত বছর ২৮ ডিসেম্বর দেশের ৫৯ টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আইনগত জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া জেলার নির্বাচন স্থগিত হয়ে যায়।
বগুড়া জেলা পরিষদের নির্বাচন গত ২৫ মে অনুষ্ঠিত হয় এবং এতে মকবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। -বাসস