Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ৩০ জুন, ২০১৭:  21নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে চার জুয়াড়ী ও দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন ঘটনায় ৩৮ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে নড়াইল সদর থানায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ও দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১০ জন, কালিয়া থানায় চার জুয়াড়ী ও আমতলা গ্রামে এমপি ওসির উপস্থিতিতে শালিসী বৈঠক কালে সংঘর্ষের ঘটনায় ৯ জনসহ বিভিন্ন ঘটনায় ১৬ জন, লোহাগড়া থানায় ৭ জন ও নড়াগাতী থানায় ৫ জনকে আটক করে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে এবং জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।