খােলা বাজার২৪।। রোববার, ২ জুলাই, ২০১৭: সিলেটে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তিন-চার সেকেন্ড স্থায়ী হয় কম্পনটি। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ রোববার বেলা ১১টা ২৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ সাঈদ আহমেদ বিষয়টি জানিয়ে বলেন, সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে ভারতের আসামে ভূমিকম্পের উৎপত্তিস্থল।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ার জানান, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নগরীর বেশির ভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি।
সিলেটের লেচুবাগান এলাকার বাসিন্দা হাসান মো. শামীম জানান, ভূমিকম্প অনুধাবন হয়নি তাঁর। তবে পরে তিনি বিষয়টি শুনেছেন।