খােলা বাজার২৪।। বুধবার, ৫ জুলাই, ২০১৭: ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন ক্রিস গেইল। রোববারের ম্যাচে যথারীতি নেতৃত্ব দেবেন অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট।
গত বছর ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন গেইল। দুটি শতকসহ ৩৫.৩২ গড়, ১৪৫.৪৯ স্ট্রাইক রেটে ১৫১৯ রান করে বিস্ফোরক এই ব্যাটসম্যান নিজেদের দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।
ভারতের বিপক্ষে এই মুহূর্তে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচ শেষে স্বাগতিকরা পিছিয়ে ২-১ ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রনসফোর্স বিটন, ক্রিস গেইল, এভিন লুইস, জেসন মোহাম্মদ, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, মার্লন স্যামুয়েলস, জেরোম টেইলর, চ্যাডউইক ওয়ালটন (উইকেটরক্ষক), কেসরিক উইলিয়ামস।